দেশের সেরা ১০ ইউটিউবার
বাংলাদেশে বর্তমানে রয়েছে অনেকগুলি ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত বিভিন্ন ধরণের সিরিয়াস, মজার, হাস্যরসাত্মক এবং সমালোচনামূলক ভিডিওসহ শর্টফিল্ম, মিউজিক ভিডিও আপলোড করা হয় এই চ্যানেলগুলি থেকে। চলুন জেনে নেওয়া যাক এরকম এগারোটি ইউটিউব চ্যানেল সম্পর্কে!
এখন অনলাইন জগৎটা অনেকটাই ভিডিওর দখলে। আগে মানুষ অনলাইনে যেকোনো তথ্য পাবার জন্য লেখা পড়তো, বড় বড় ব্লগ পোস্ট পড়তো, গল্পের বই পড়তো। কিন্তু এখন অনেকেই পড়ার থেকে সে সম্পর্কে ভিডিও দেখতে বেশি ভালোবাসে। এজন্যই ইউটিউব প্রচুর জনপ্রিয়তা পেয়েছে। ইউটিউবে ভিডিও প্রকাশ করে অনেক ইউটিউবার বেশ ভালো আয় করে থাকেন। বাংলাদেশেও বর্তমানে বেশ কয়েকজন ইউটিউবার রয়েছেন যারা ভালো মানের ভিডিও নিয়মিত তাদের চ্যানেলে আপলোড করে থাকেন।
এই পোস্টে বাংলাদেশের এরকম সেরা এগারোটি ইউটিউব চ্যানেলকে নির্বাচিত করা হয়েছে। বর্তমানে বাংলাদেশে অসংখ্য ইউটিউবার রয়েছে। এতো এতো চ্যানেল থেকে এগারোটি নির্বাচন করাটা খুবই জটিল একটি ব্যাপার। এই বারোজন বাদে যে অন্য কেউ নেই বা অন্যরা খারাপ এমনটা নয়। নির্বাচনে কার কত বেশি সাবস্ক্রাইবার বা ভিডিও ভিউ তা হিসেব করা হয়নি। কারা বাংলায় ভালো মানের কোয়ালিটি কনটেন্ট তৈরি করে তাই হিসেব করা হয়েছে। এই তালিকাটি ভিন্ন কারণ আমরা সাধারণত দেখে থাকি ইউটিউবার মানেই মজা করে কোনো একটি টপিক নিয়ে কথা বলে মানুষকে হাসানোর চেষ্টা করা বা অন্যদের সমালোচনা করার চেষ্টা করা। এই হিউমার ইউটিউবার ছাড়াও আরো কিছু ভিন্নধর্মী ইউটিউবার এবং তাদের চ্যানেলকে যুক্ত করার চেষ্টা করা হয়েছে এই লেখায়।
বাংলাদেশে ইউটিউব ব্যবহার করেন অথচ সালমান মুক্তাদিরকে চেনেন না এমনটা বেশ অস্বাভাবিক। তরুণ এই ইউটিউবার ইউটিউবে মজার ভিডিও প্রকাশ করার মাধ্যমেই লাইম লাইটে আসেন। অস্ট্রেলিয়ায় বসবাসের সময় থেকেই তিনি বাংলায় বিভিন্ন মজাদার ইউটিউব ভিডিও করেন। এরপর বাংলাদেশে এসে পুরোপুরি ইউটিউব ভিডিও ও মিডিয়ায় মনোযোগ দেন। সালমান মুক্তাদির ইউটিউব ছাড়াও বিভিন্ন টেলিভিশনের নাটক, বিজ্ঞাপন ও টেলিফিল্মে অভিনয় করেছেন। তার ইউটিউবে সাড়ে চার লাখের অধিক ফলোয়ার রয়েছে। সালমান মুক্তাদিরকে ইউটিউব থেকে আয় করা প্রথম বাংলাদেশী বলা হয়।
আসিফ বিন আজাদ খুব কম সময়ে ইউটিউবে জনপ্রিয় হওয়া একজন ইউটিউবার। তার ভাই-ব্রাদারস লিমিটেড চ্যানেলে বিভিন্ন মজার টপিক নিয়ে ইউটিউব ভিডিও দেওয়া হয়। তিনি একা ভিডিও বানান না। সাথে তার আরো বন্ধুদের নিয়ে ভিডিও করেন। ইন্টারভিউ উইথ ছোট আজাদ শোতে তিনি বিভিন্ন সেলেব্রেটি ও মিডিয়ার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে এনে ইন্টারভিউ নেন। তবে অন্যান্য টিভি ইন্টারভিউ থেকে তার ইন্টারভিউ আলাদা। এই ইন্টারভিউ শোতে সেলেব্রেটিদের নানা উদ্ভট প্রশ্ন করে চমকে দেওয়া হয় এবং অনেক এডাল্ট জোকস করা হয়ে থাকে। ভাই ব্রাদার্স চ্যানেলে দুই লাখ পচানব্বই হাজারের বেশি সাবস্ক্রাইবার রয়েছে।
আরেকটি মজার জনপ্রিয় বাংলা ইউটিউব চ্যানেল ম্যাঙ্গো স্কোয়াড। এই চ্যানেলের স্কোয়াড লিডার শামিম হাসান সরকার। তিনি তার বন্ধুদের নিয়ে ভিডিও বানিয়ে থাকেন। ভিডিওগুলোতে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে মজা করা হয় ও মানুষকে অন্য মানুষের সমালোচনা করা হয়। তার ভিডিওগুলোতে প্রায়ই একজন মুখে কাপড় দেওয়া লোককে দেখা যায় যার পরিচয় এখনো জানা যায়নি। ইউটিউবে ভিডিও ছাড়াও শামিম হাসান সরকার নাটকে অভিনয় ও বিজ্ঞাপন করে থাকেন। ম্যাংগো স্কোয়াড চ্যানেলে প্রায় দেড় লাখ সাবস্ক্রাইবার রয়েছে।
৪. তাহসিনেশন
যুক্তরাস্ট্রে বসবাসরত বাংলাদেশী একজন ইউটিউবার তাহসিন এন রাকিব। তার চ্যানেল তাহসিনেশন বেশ জনপ্রিয় একটি বাংলা ইউটিউব চ্যানেল। তিনি এই চ্যানেলের জন্য মজার সব বাংলা ভিডিও বানান। এছাড়াও তিনি বাংলাদেশী অন্যান্য বাজে ইউটিউবারদের (তার মতে) রোস্ট বা সমালোচনা করে থাকেন তার ভিডিওতে। তিনি জনপ্রিয় হয়েছিলেন তার টপ ফাইভ ভিডিও সিরিজের মাধ্যমে। এই ভিডিও সিরিজগুলোতে সেরা পাঁচ বাংলাদেশী বিষয় নিয়ে আলোচনা করা হয়। ইউটিউবে ভিডিও করা ছাড়াও তাহসিন গান লিখেন। তার নিজের একটি মিউজিক স্টুডিও রয়েছে। তিনি নোয়াখালীর লোক এবং ভিডিওতে মজা করে মাঝে মাঝেই নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলেন।
সম্প্রতি জনপ্রিয় Despacito গানটির বাংলা প্যারোডি “দেশবাসীতো” তৈরি করেছে ভিডিও বাবা প্রোডাকশন। এই ভিডিওটি প্রচুর জনপ্রিয়তা পেয়েছে ইউটিউবে। ফেসবুকেও হয়েছে হাজার হাজার শেয়ার। এছাড়াও ভিডিও বাবা চ্যানেলে বিভিন্ন মজার ভিডিও ও প্র্যাংক করা হয়ে থাকে। বাংলা কিছু শর্ট ফিল্মও প্রকাশ করা হয়েছে এই চ্যানেল থেকে। ওয়ালি ও তাহসিন মূলত চালান এই চ্যানেলটি। বর্তমানে এই চ্যানেলে প্রায় ২৪ হাজারের বেশি সাবস্ক্রাইবার রয়েছে।
৬. হতদরিদ্র
ইউটিউবের আরেকটি মজার চ্যানেলে হতদরিদ্র। এই চ্যানেলে বিভিন্ন মজার ইউটিউব ভিডিও দেওয়া হয়ে থাকে। চ্যানেলের পেছনে রয়েছে মাইটিভির পরিচালকের ছেলে তৌহিদ আফ্রিদি। এই চ্যানেলে ৮৫ হাজারের বেশি ফলোয়ার রয়েছে। মজার ভিডিওর পাশাপাশি বিভিন্ন বাংলা শর্টফিল্মও প্রকাশ করা হয় এই চ্যানেলে।
আলি জাওয়াদ আকাশ দ্যা ক্রেজি বাংলাদেশি চ্যানেলের প্রতিষ্ঠাতা। তিনি বাংলায় বিভিন্ন মজার ভিডিও করে থাকেন। সালমান মুক্তাদিরের সাথে সাথে তার চ্যানেলটিও অনেক জনপ্রিয়তা পায় শুরুর দিকে। তিনি ইউটিউব থেকে আয় করেন এবং বর্তমানে পড়াশোনা করছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে। তার ইউটিউব চ্যানেলে ফলোয়ার সংখ্যা ৩৮ হাজার।
৮. মজার টিভি
মাহসান স্বপ্ন মজার টিভি চ্যানেলের একজন ইউটিউবার। মজার টিভি ইউটিউব চ্যানেলটিতে মজার মজার সব বাংলা ভিডিও ও প্র্যাংক প্রকাশ করা হয়। এই চ্যানেলে বর্তমানে ২ লাখের বেশি ফলোয়ার রয়েছে। অন্যান্য চ্যানেলের মত অনেকদিন পর পর এখানে ভিডিও দেওয়া হয়না। প্রতি সপ্তাহেই কোনো না কোনো নতুন মজার ভিডিও আপলোড দেওয়া হয় এই চ্যানেলে।
৯. লনিস ওয়ার্কস
নিজ পেশার বাইরে অন্য পেশায় যেতে খুব কম মানুষকেই এদেশে দেখা যায়। তেমনই একজন মানুষ ড.লনি। লনি পেশায় একজন ডাক্তার তবে তার নেশা হলো ইউটিউব। ইউটিউবে লনিস ওয়ার্কস নামের চ্যানেলে বিভিন্ন বাংলা ফানি ভিডিও ও প্র্যাংক করে থাকেন তিনি। তার প্র্যাংক ভিডিওগুলো রাস্তার পথচারীদের সাথে করা হয় এবং তা বেশ বাস্তব। ডক্টর লনির চ্যানেলে প্রায় ৫০ হাজার সাবস্ক্রাইবার রয়েছে।
১০. বাটফিক্স
অল্প কিছু ভিডিও বানিয়ে জনপ্রিয়তার শীর্ষে থাকা একটি চ্যানেল বাটফিক্স। এই চ্যানেলের বাংলা সিনেমা নিয়ে বানানো সিনেমাল সিরিজের ভিডিওগুলোর খুবই হাস্যরসপূর্ণ। ভিডিওগুলোতে অন্যান্য অনেক চ্যানেলের মত জোর করে হাসানোর চেষ্টা করা হয় না। খুবই উঁচু দরের রসিকতা করা হয়ে থাকে। রাহাত রহমান এই ভিডিওগুলো বানান। তার চ্যানেলের বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা ৬৬ হাজারেরও কিছুটা বেশি।
No comments